নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহানসড়কের নয়াপাড়া নামক স্থানে যাত্রীবাহি বাস চাপায় অজ্ঞাত নামা (৭০) বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা বৃদ্ধ কে চাপা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।