চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা ব্যবসায়ী ছায়েদ হত্যা মামলার আসামী আক্তার মিয়াকে ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ ব্যাপারে ছায়েদ আলী হত্যা মামলার আসামী আক্তার মিয়াকে থানায় ২ দিনের রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করিলে আক্তার মিয়ার কাছ থেকে আসল তথ্য বেড়িয়ে আসলেও পুলিশের কাছ থেকে কোন সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বলে মামলার বাদীনির অভিযোগ পাওয়া গেছে।
গত ২০ নভেম্বর আক্তারকে থানা পুলিশ গ্রেফতার করে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করে। পরে মৃত ছায়েদ আলীর মাতা বাদীনি জবেদা খাতুন আদালতের কাছে রিমান্ডের জন্য আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, উক্ত অসহায় নিরীহ গরীব পরিবারের বিধবা মহিলা বাদীনি জবেদা খাতুন তার পুত্র ছায়েদ আলী হত্যার আসামীদের গ্রেফতারের জন্য তিনি বারবার থানায় এসে বসে কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত আলফি মিয়ার পুত্র চা ব্যবসায়ী ছায়েদ মিয়া নিখোজের ৪ দিন পর গত ৬ নভেম্বর রবিবার জালিয়াবস্তি এলাকার ডাঃ আইয়ুব আলীর পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকার লোকজনরা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদ আলীর লাশ পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মামলাটি তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান। উল্লেখ্য যে, বাদীনি জবেদা খাতুন চুনারুঘাট থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে। মামলার বাদীনি নিরীহ বৃদ্ধা জবেদা খাতুন তার পুত্র হত্যার সুবিচার পাওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুদৃষ্টি কামনা করছেন।