মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলী জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন। রবিবার দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে মাননীয় স্পীকার ডঃ শিরিন শারমীন চৌধুরী হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলীকে জাতীয় সংসদের প্যানেল স্পীকার হিসেবে নির্বাচিত করেছেন। এ খবর মুহুর্তের মধ্যে চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়।