নবীগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষ
আহত ১৫, এলাকায় থমথমে অবস্থা
নবীগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের নবীগঞ্জে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সকালে দু’ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন ও বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে বুধবার দুপুরে খেলা করার সময় রঙ্গিলা মিয়ার শিশু পুত্র মারুফ মিয়া ও একই গ্রামের কাছন মিয়ার ছেলে নুর মিয়ার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পরিবারের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে গ্রামের মুরুব্বীয়ান বিষয়টি আপোষে দেখে দেয়ার উদ্যোগ নেয়। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালের দিকে কাছন মিয়ার পক্ষে আলী বক্স তার লোকজন নিয়ে সুজাপুর পয়েন্টে মার্কেটের সামনে রঙ্গিলা মিয়ার ছেলেকে মারপিট শুরু করে। খবর পেয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে মহিলাসহ ১৫ জন লোক আহত হয়েছে। স্থানীয় লোকজন তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত আয়েদ আলী (১৫), রুবেল মিয়া (১৮) ও পরনা বেগম (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অপর আহত আলী বক্স(৩৫), আব্দুল আলী (২০), সাহেদ আলী (১৪), জাহেদ আলী (১২), রঙ্গিলা মিয়া (৬০), নাজমা বেগম (১৯), মুজিবুর রহমান (৪২) ও সঞ্জব আলী (৩৯)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে আহত রঙ্গিলা মিয়া প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘর ভাংচুরের অভিযোগ করেছেন। প্রতিপক্ষ আলী বক্স তা অস্বীকার করেন। ঘটনার পর পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।