হবিগঞ্জ প্রতিনিধি: প্রতিবন্ধী দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ জেলা সার্টিকহাউস থেকে র্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাইজে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হামদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোখন উদ্দিন আহমদ, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তারা প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাদের স্বাভাবিক বৃদ্ধিতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানান।