নিজস্ব প্রতিনিধি : মায়ানমারের রাখাইন প্রদেশে মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বপ্ন যাত্রা সোসাইটিসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।
হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বপ্ন যাত্রার সভাপতি মিজানুর রহমান আরিফের সভাপতিত্বে ও সুহানুর রহমান সুহানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, এডঃ শরদিন্দু ভট্রাচার্য্য টুটুল, হুমায়ুন খান, হুমায়ুন খান, রফিকুল হাসান চৌধুরী তুহিন, সিদ্দিকী হারুণ, মানবকণ্ঠ ও ঢাকা টাইমস প্রতিনিধি পাবেল খান চৌধুরী, জেলা ছাত্র সমাজ সভাপতি জুবায়েদ হোসেন, শেখ উসমান গণি রুমি, মাহবুবুর রহমান হাসান, আরিফ তালুকদার, লুকমান আহমেদ, নাহিদ হাসান সৃজন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জাতিসংঘের মাধ্যমে গণহত্যা বন্ধসহ দোষীদের বিচারের আওতায় আনার জন্য দাবী জানান।