আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলা তথা হবিগঞ্জ জেলা বাসীর প্রাণের দাবী বাল্লা স্থল বন্দরের জন্য প্রস্তাবিত কেদারাকোট সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ আমিনুল রব চৌধুরী।
শনিবার ৩ ডিসেম্বর বেলা ১১ টায় কেদারাকোট এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন,সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টম্স) রাশেদুল ইসলাম,চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের,চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল,মিনিস্ট্রি অফ শিপিং এর সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার রুহুল আমিন,১নং গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমাউন কবির খাঁন,ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি আঃ মালেক মাস্টার, বাল্লা আমদানী রফ্তানী কারক কল্যান সমিতির সভাপতি জালাল উদ্দিন খাঁন,সহ সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক আকরাম খাঁন,চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক নুরুল আমিন,সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু,আওয়ামীলীগ নেতা শোয়েব চৌধুরী প্রমূখ।
পরিদর্শন শেষে সচিব বাল্লা আমদানী রফ্তানী কারক কল্যাণ সমিতির আয়োজনে গাজীপুর ইউপি হল রুমে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মত বিনিময় সভায় বসেন।
সভায় সচিব আমিনুর রব চৌধুরী বলেন,এলাকার সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন,সম্মানিত ব্যক্তিবর্গ ও জন প্রতিনিধিদের আন্তরিক সহযোগীতা থাকলে বাল্লা স্থল বন্দরের সকল প্রকল্প দ্রূত বাস্তবায়ন সম্ভব।
এবং স্থল বন্দরটি চালু হলে এলাকার মানুষের বিভিন্ন উপকারীতার দিকও উল্লেখ করেন তিনি।বাল্লা স্থল বন্দর চালুর ব্যাপারে সচিব আমিনুল রব চৌধুরীর আন্তরিকতা দেখে উপস্থিত এলাকাবাসী উনাকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।