নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় এক বিশেষ সৎসঙ্গ অধিবেশন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত হয়েছে।
প্রার্থনা সভা ও অনুষ্টান মালায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষক নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাধারন সম্পাদক রশময় শীল, উৎসব কমিটির সভাপতি মিহির লাল সরকার, সাংস্কৃতিক সম্পাদক নরেশ দাশ , রাখাল চন্দ্র দাশ, মৃম্ময় কান্তি দাশ বিজন, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক সজল চন্দ্র দাশ,শিক্ষক সুব্রত দাশ, তাপস চন্দ্র বনিক, শংকর চন্দ্র গোপ, রিপ্রেজেন্টটিভ নয়ন সরকার, নিতেশ দাশ, রতিশ দাশ, বিজিত দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন লাল সরকার, নয়ন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ প্রমূখ ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়াভহ বিমান দূর্ঘটনা থেকে রেহাই পাওয়ায় বিশেষ প্রার্থনা করা হয়।