নিজস্ব প্রতিবেদক : বার্মার মুসলমানদের উপর পাশবিক হামলা, অমানবিক নির্যাতন, গণহত্যা ও হবিগঞ্জে কোরআন পুড়ানোর প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠেছে শায়েস্তাগঞ্জ।
শুক্রবার দুপুরে বাদ জুম্মা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সবকটি মসজিদ থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা।
‘শায়েস্তাগঞ্জ মুসলিম জনতার’ ব্যানারে রেলওয়ে পার্কিং থেকে একটি মিছিল বের হয়। এ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পার্কিংয়ে গিয়ে শেষ হয়। এ মিছিলের অগ্রভাবে ছিলেন পৌর কাউন্সিলর নোয়াব আলী, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি গাজীউর রহমান ইমরান প্রমুখ।
‘শাহ জালালের তলোয়ার গর্জে ওঠো আরেক বার’, ‘মুসলমানের উপর হামলা কেন-জাতি সংঘ জবাব চাই’। ‘পবিত্র কোরআনে আগুন কেনো-প্রশাসন জবাব চাই’। এরকম আরো শ্লোগানে শ্লোগনে উত্তাল শায়েস্তাগঞ্জ।
জুম্মা নামাজ শেষে নতুন ব্রীজ বড় মসজিদ থেকেও আরেকটি মিছিল বের হয়। এছাড়াও শায়েস্তাগঞ্জের বিভিন্ন গ্রামের মসজিদ থেকে খন্ড খন্ড মিছিলের খবর পাওয়া গেছে।