মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৬ দিন পর উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
বুধবার ভোরে চুনারুঘাটের বাগবাড়ী গ্রামে সাবেক ইউপি সদস্য হান্নান মিয়ার বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়।
গত ২৪ নভেম্বর উপজেলার খাটুরা গ্রামের শরিফ মিয়ার মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী আমেনা খাতুনকে একই গ্রামের মোজাহিদ মিয়া ও সোহরাব মিয়া বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তার বাবা শরিফ মিয়া মাধবপুর থানায় ২ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান- গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৬ দিন পর উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
বুধবার সকালে ভিকটিমের হবিগঞ্জ সদর হাসপাতাল ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার পরির্দশক তদন্ত সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।