নিজস্ব প্রতিনিধ : আইন শৃংখলা রক্ষা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক পেয়েছেন মাদার তেরেসা স্বর্ণপদক।
২৯ নভেম্বর শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন এ পদক তুলে দেন ভূমিমন্ত্রী ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি।
এসময় উপস্থিত ছিলেন-অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন ও শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন।
ওসি ইয়াছিনুল হক শায়েস্তাগঞ্জ থানা ও হবিগঞ্জ সদরে আইন শৃংখলা রক্ষায় ও মানবসেবায় সক্রিয় ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়।