চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের মৃত আঃ নূরের পুত্র রঙ্গু মিয়া (৫৫) টন মেশিনের ব্যবসায়ীকে পূর্ব শত্র“তার জের ধরে তার পিঠে ও সারা শরীরে দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্তরা।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রঙ্গু মিয়ার নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত রঙ্গু মিয়ার আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে মুমুর্ষ আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের একই গ্রামের মমিন মিয়ার পুত্র রাজন মিয়া (২০) ও তার পিতা মমিন মিয়া (৫০) সহ একদল দুর্বৃত্তরা পূর্ব শত্র“তার জের ধরে রঙ্গু মিয়ার বাড়িতে টন মেশিনে কাজে থাকা অবস্থায় এক পর্যায়ে রঙ্গু মিয়ার সাথে মমিন মিয়ার কথা কাটাকাটি হয়। এসময় রঙ্গু মিয়ার স্ত্রী হালেমা খাতুন বাধা দিলে মমিন মিয়ার পুত্র রাজন মিয়া উত্তেজিত হয়ে তার হাতে থাকা দা দিয়ে রঙ্গু মিয়ার শরীরে পিছন দিকে দা দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়।
এসময় রঙ্গু মিয়ার কোমরে থাকা জমি বন্দকের ৩০ হাজার টাকা মমিন মিয়া ও তার পুত্র রাজন মিয়া বেধড়ক মারপিট করে ৩০ হাজার টাকা তার কোমর থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রঙ্গু মিয়ার পুত্র সাহিদ মিয়া বাদী হয়ে রাজন মিয়া ও তার পিতা মোঃ মমিন মিয়া ২ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।