এম এইচ কাজল : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে একটি ট্রাক খাদে পড়ে দুই জন আহত হয়েছে।
মঙ্গলবার ভোর সকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শিমুলতলা নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়,সার বোজাই ট্রাকটি ঢাকা থেকে সিলেট এর উদ্দেশ্যে রওনা হলে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শিমুলতলা এলাকায় পৌঁছানোর পর সকাল ৫টার দিকে বারী কুয়াশার কারণে চালক নিয়ন্তন হারিয়ে ট্রাক উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।এতে ড্রাইভার আহসানূল হক এবং হেলফার অলি আহমেদ দুইজন আহত হয়।
স্থানীয়রা আহতদের কে উদ্বার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই আব্দুল সামাদ ঘটনাস্থলে এসে ট্রাকটির উদ্বারের কাজ করেন এবং দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।