সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ৪২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত সোমবার রাতে ইনাতগঞ্জের প্রজাতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ছালে হক (৩০), বানিউন গ্রামের মতচ্ছির উল্লার পুত্র শেলু আহমেদ (২৫), প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার পুত্র সাদ মিয়া (২৬), মোস্তাপুর (পাঠান বাড়ি) গ্রামের সমুজ খাঁনের পুত্র সমশের খাঁন (২৮), ও জগন্নাতপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের পুত্র নিটু রায় প্রকাশ মিটু (৩৪)। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় সর্বনাশা যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট’সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
এতে করে এলাকার উঠতি বয়সের যুবক ও স্কুল কলেজের পড়–য়া শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনতাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রজাতপুর গ্রামে ইয়াবা ট্যবলেট বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।