নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নিবার্চনে সাধারণ আসন ১০ এর সদস্য প্রার্থী হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ পৌরপরিষদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, কাউন্সিলর মোঃ মাখন মিয়া, কাউন্সিলর মোঃ আব্দুল জলিল, কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, কাউন্সিলর মোঃ আব্দুল গফুর, কাউন্সিলর নোয়াব আলী, কাউন্সিলর মোঃ তাহির মিয়া, কাউন্সিল খায়রুল আলম, কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, শিউলী বেগম, তহুরা খাতুন লাইজু প্রমুখ।
এসময় পৌর পরিষদের পক্ষ থেকে সদস্য প্রার্থী ইকবালকে সমর্থন করা হয়।