চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার বাংলাদেশ তাঁতীলীগের মোহাম্মদীয়া মার্কেট ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪ঘটিকায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলার তাঁতীলীগের আহব্বায়ক কবির মিয়া খান্দকার। শেখ আব্দুল আলীম, সদস্য সচিব ও রফিক মজুমদার যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ এম আকবর হোসেন জিতু (সাবেক পিপি)।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান মাসুক, শেখ হবিবুর রাহমান, আহাম্মদ আলী, নূর আলী তালুকদার, ফরিদ আহাম্মেদ, শেখ সেলিম, শাহিন আলম, সার্জেন্ট অবঃ আবুল কাশেম, স্বপন শাহি, সদস্যবৃন্দ বিল্লাল মুন্সি, আবুল খায়ের, নিপেন পাল মেম্বার, হারুনুর রশিদ, সত্য কুমার পার্থ, ওহিদুর রহমান, আঃ রউফ, কামাল মিয়া, সাংবাদিক ফারুক মিয়া, মোহাম্মদ আলী, শফিক মজুমদার, মজিদ মিয়া, ওয়াহিদ হাজারী, নাসির তালুকদার, আঃ সালাম, ইউছুব মিয়া, শাহজান মিয়া, সফিক মিয়া, আক্তার মিয়া, কালা মিয়া, আক্তার মিয়া, মাখন মহালদার, বাবুল মিয়া, আঃ সালাম, আঃ হানিফ, বাচ্চু মিয়া, মুমিন আলী, প্রদ্বীপ শীল প্রিতম, মতিউর রহমান দরবেশ, আমিনুল ইসলাম বকুল, রনি কানু, পরেশ আলী, আওয়াল মিয়া, ইউনিয়ন তাঁতীলীগ নেতা নূর মোহাম্মদ, মোঃ উস্তার আলী, জাহুর হোসেন, মাসুক মিয়া, কদ্দুছ মিয়া, কাউছার মিয়া, আবু নাছেরসহ আরও অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট আকবর হোসেন জিতু মহোদয়কে তাঁতীলীগের পক্ষ থেকে ফুলের মালা এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময়ে এডঃ আকবর হোসেন জিতু বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান।