নিজস্ব প্রতিনিধি: ঢাকাস্থ সিলেট বিভাগের বৃহৎসংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’ কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কারওয়ান বাজারে সংগঠনের ভবনে এসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি সি এম তোফায়েল সামি।
সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা’র পরিচালনায় বক্তব্য রাখেন- সৈয়দ আব্দুল মুক্তাদির, আব্দুল কাইয়ূম চৌধুরী, আব্দুল মজিদ চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ মিঠু, ইঞ্জিনিয়ার মো: আজিজুর রহমান, এডভোকেট জসিম উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুস শহীদ, আ ফ ম সিরাজুল ইসলাম (শামীম), সাব্বির আহমেদ মুবিন, মোস্তাক হোসেন চৌধুরী, আব্দুল হান্নান, এড. কামাল উদ্দিন আহমেদ, মো: জসিম উদ্দিন, এডভোকেট আবুল কালাম আজাদ, এম এ কাদির প্রমুখ।
সভায় আন্তর্জাতিক সিলেট উৎসব জাঁকজমকপূর্ণ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং এ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জালালাবাদবাসীদের আমন্ত্রন জানানো হবে বলে জানানো হয়। উৎসবটি দুই পর্বে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে।