অনলাইন ডেস্ক : একটা সময় ছিলো যখন সালমান খান কোনো হিট ছবিই উপহার দিতে পারছিলেন না। তখন বলিউডের কক্ষপথে টিকে থাকতে তার জন্য একটা ব্যবসাসফল ছবি খুব দরকার ছিলো। তাকে কাঙ্ক্ষিত সেই সাফল্য এনে দেয় ডেভিড ধাওয়ানের রোম্যান্স কমেডি ‘পার্টনার’।
ছবিটিতে সালমানের পাশাপাশি অভিনয় করেন গোবিন্দ, লারা দত্ত ও ক্যাটরিনা কাইফ। লারার চরিত্রটি ছিলো এক পুত্র নিয়ে দিন কাটানো একাকী মায়ের। গল্পে প্রেমিকার সন্তানের সঙ্গে দারুণ বন্ধন তৈরি হয় সল্লুর। কাহিনির শেষে লারাকে বিয়ে করে রোহান নামের ছেলেটির সৎ বাবা হন তিনি।
রোহান চরিত্রে অভিনয় করা আলি হাজি এখন টগবগে তরুণ। সম্প্রতি ‘বিগ বস টেন’ অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা হয় তার। তারা কিছুক্ষণ আড্ডা দেন। এ সময় ‘পার্টনার’-এর দিনগুলোর স্মৃতি ফিরে আসে তাদের সামনে।