নবীগঞ্জ প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গের বিশেষ অদিবেশন অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,সদগ্রন্থাদি পাঠ,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। অনুষ্টানে উপস্থিত ছিলেন,উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাধারন সম্পাদক রশময় শীল, উৎসব কমিটির সভাপতি মিহির লাল সরকার ,সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,সাংস্কৃতিক সম্পাদক নরেশ দাশ ,শিক্ষক নিখিল সূত্রধর, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক গৌর মোহন দাশ, তাপস চন্দ্র বনিক, শংকর চন্দ্র গোপ, শিক্ষক রতন চন্দ্র দাশ,নিতেশ দাশ, রতিশ দাশ, বিজিত দেব, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ প্রমূখ ।
সৎসঙ্গ অধিবেশনে নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের মাতা অঞ্জলী রানী পালের ১ম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।