উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য তুরাব আলী মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন) ।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বৃহস্পতিবার নিজ বাড়িতে দুপুর ১ টার সময় মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।
মৃত্যুর পর পর জাতীর শ্রেষ্ট সন্তানকে শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা তুরাব আলীর বাড়িতে ভিড় জমায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় শতক মালি টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয় ।
উপজেলা প্রমাসনের পক্ষে উপস্থিত চিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দীন (বীর প্রতীক) গজনাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু,গোপলার বাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুর রহমান,ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সংগঠনের নেতা কর্মী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।
এসময় উপাজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা ও সাবেক সদস্য তুরাব আলীর পরিবারের হাতে ৫ হাজার টাকা অনুদান তুলে দেন ।