নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শহরের বহুলা বাইপাস সড়ক থেকে সেলিম (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আব্দুল মতলিবের পুত্র।
শুক্রবার রাত ৮টার দিকে সদর থানার এসআই আবুল হোসেন, এএসআই সৌরভ ও বিকাশের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এতদিন সে আত্মগোপনে ছিল।