নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের অভিষেক অনুষ্টান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যম অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জ জেলা প্রেসক্লাবে এ জাকজমকপূর্ণ অভিষেক অনুষ্টান শুরু হয়।
জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দের কুমার ভদ্র, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্য অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক অ্যাডেভোকেট আমির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আজীবন সদস্য প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল।
অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন বক্তব্য রাখেন।