নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা- বাগানে বকেয়া বেতন-ভাতা’সহ বিভিন্ন দাবীতে ডাক দেওয়া ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছে শ্রমিকরা। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার থেকে বাগানে কাজে যোগ দেয় শ্রমিকরা।
সূত্রে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম-বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে ৪ শত শ্রমিকদের এরিয়া বিলসহ বকেয়া বেতনের প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া বেতন আদায় ও অন্যান্য দাবী বাস্তবায়নের জন্য কোম্পানীর উপ মহা পরিচালক বরাবরে বিগত ১০ অক্টোবর আবেদন করে শ্রমিকরা।
এর প্রেক্ষিতে ১৬ নভেম্বর উক্ত বকেয়া পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা না দেয়ায় গত মঙ্গলবার থেকে চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। বুধবার ২য় দিনের মতো ধর্মঘট কর্মসূচি পালন করে শ্রমিকরা।
শ্রমিকদের ধর্মঘটের খবর পেয়ে গত বুধবার সন্ধায় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী চা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং আগামী ৭ দিনের মধ্যে মালিক পক্ষ তাদের বকেয়া পাওনা পরিশোধ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরীর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি স্থগিত করে এবং বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেয়।