শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

চুনারুঘাটে আমুরোড সর্দার বাড়ী সংলগ্ন ময়দানে ঐতিহাসিক নবীপ্রেমিক সসম্মেলন সম্পন্ন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫

9687
এম এস জিলানী আখনজী,চুনারুঘাট প্রতিনিধি :চুনারুঘাটে আমুরোড গোছাপাড়া সর্দার বাড়ী সংলগ্ন ময়দানে গতকাল ৪ঠা ফেব্রুয়ারী রোজ বুধবার অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নবীপ্রেমিক সম্মেলন।মোহাম্মদ শাহ্ কুতুব উদ্দিন আখনজীর পরিচালনায় ও মো: আব্দুল খালেক সর্দারের সভাপতিত্বে অনষ্টানের শুরুতে পবিত্র কুরআন ও নাত শরীফ পাঠের মাধ্যমে ঐতিহাসিক নবীপ্রেমিক সম্মেলন অনুষ্টিত হয়।

উক্ত নবীপ্রেমিক সুন্নি-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাকরির পেশ করেন বিশ্বনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব,বিভিন্ন টি.ভি চ্যানেলের আলোচক,গুলশান-১ নিকেতন জামে মসজিদের খতিব ও মোহাম্মদপুর আলিয়া(কামিল)মাদ্রাসা ঢাকা এর উপাধ্যক্ষ উস্তাযুলউলামা,হযরতুল আল্লামা আলহাজ্ব আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।বিশেষ অতিথি হিসেবে তাকরির পেশ করেন মুহাম্মদপুর আলিয়া(কামিল)মাদ্রাসা এর আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক,মুফাচ্ছিরে কুরআন,মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি।

প্রধান বক্তা হিসেবে তাকরির পেশ করেন মাও: সাইদুল ইসলাম আলকাদেরী।বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন মাও: হাফেজ মুফিদুল হক,মৌলভীবাজার।তাকরির পেশ করেন মাও: আ: মালেক নিজামী,মাও: আতাউর রহমান,মো: হা: আবুল কাশেম। অমন্ত্রিত বিশেষ মেহমান হিসেবে নবীপ্রেমিক সম্মেলনে বক্তব্য রাখেন ২নং আহমদাবাদ ইউ,পি চেয়ারম্যান আলহ্জ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,উপস্থিত ছিলেনএডভোকেট ইমন,আমুরোড বাজার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ,দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মো: নুরুল আমিন,বাজার সেক্রেটারী মিজানুর রহমান,দৈ: তরফবার্তার বার্তা-সম্পাদক আ: রাজ্জাক রাজু,পল্লী চিকিৎসক ডা: মো: আলমঙ্গীর হোসেন,মাও: ওমর ফারুক,মাও: আ: গনি,মো: এনাম মাষ্ঠার,জালাল মাষ্ঠার,শাহ্ আলমঙ্গীর মাষ্ঠার সহ ইসলামী ছাত্রসেনার কর্মীগন ও স্থানীয় ঘন্যমান্য ব্যাক্তিবর্ঘ প্রমূখ।

নবীপ্রেমিক সম্মেলন শেষে প্রধানঅতিথি বিশ্ব শান্তি ও মুক্তি কামনা করে আখেরী মুনাজাত দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!