নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ে ‘প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে হবিগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন, হবিগঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সফিউল আলম।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: জাকারিয়া মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: এমরান হোসেন, জেলা শিক্ষা অফিসার মো: মোজাফফর হোসেন ও সহকারি কমিশনার চাই থোয়াইহলা চৌধুরী।
সভায় মাল্টিমিডিয়া ক্লাসে এগিয়ে থাকা জেলার সফল ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁরা হলেন- আজমিরিগঞ্জ এবিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহসান মোস্তফা, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক নুরুল হক এবং বাহুবলের পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী।
২য় অধিবেশনে ‘ডিজিটাল কন্টেন্ট তৈরী, আদর্শ কন্টেন্ট উপস্থাপন, শিক্ষক বাতায়ন ও সম্ভাবনা বিষয়ে প্রশিক্ষণ দেন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (TQI-2) এর মাস্টার ট্রেইনার ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।
প্রশিক্ষণে পদস্থ সরকারী কর্মকর্তা ও জেলার প্রায় ৭০জন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারগণ উপস্থিত ছিলেন।