চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সীমান্ত দিয়ে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চুনারুঘাট থানা পুলিশ এসব উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, চুনারঘাট উপজেলার সীমান্ত ঘেষা সাতছড়ি গহীন অরন্য দিয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজা পাচার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসমন সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেওজানান তিনি।