নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে স্কয়ার কোম্পানির নির্মাণাধীন গেইটের ছাদ ধ্বসে পড়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কয়ার কোম্পানীর নির্মাণাধীন গেইটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল হঠাৎ গেইটের এক সাইট ধসে পরে যায় এতে আমাদের শ্রমিকরা আহত হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, শ্রমিকরা অলিপুরের অবস্থিত স্কয়ার কোম্পানীর কো-ইডিফইজ বিভাগের একটি ভবনের গেইটের ডালাই কাজ করছিল। এ সময় হঠাৎ গেটটি ধ্বসে পড়ে। এ সময় ২০ শ্রমীক আহত হয়।
আহত অবস্থায় নূপুর (২০), মুন্নি (১৮), সবিতা (২৫), সুচিত্রা (২২), মনির (১৮), সুমিত (২৫), মান্না (২৪)সহ অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমীক চিকিৎসা দেয়া হয়েছে।