চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃহবিগঞ্জের চুনারুঘাটে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া’র) দ্বি-বার্ষিক নির্বাচন জাকজমক ভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোপন ভোটে সভাপতি পদে এস কে এফ লিমিটেড এর প্রতিনিধি শেখ মোঃ আব্বাস উদ্দিন (৫৫ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শরীফ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ নয়ন মিয়া (৫৩ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ লিমিটেড এর প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন (৬১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে জেনারেল ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ মাসুদ রানা (৫৮ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কেমিকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ আব্দুল বাছির ও নিপা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ করেন ডাঃ সুরঞ্জন রায়, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ এম এ লতিফ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, চুনারুঘাট কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ-সভাপতি মোঃ আবু তাহের, শরীফ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর এরিয়া ম্যানেজার আব্দুর রউফ কাজল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর এরিয়া ম্যানেজার আতিকুর রহমান, র্যাংগস ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর এরিয়া ম্যানেজার মোঃ কাউছার আহমেদ, অপসোনিন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর এরিয়া ম্যানেজার মামুনুর রশীদ, এম এস টি ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর এরিয়া ম্যানেজার আতাউর রহমান, হামদর্দ ল্যাবরেটরিজ এর এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেনসহ অনেকেই।