চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিশেষ অভিযানে বানিয়াচং থানার ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টের আসামী জিতু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানার এস.আই বিপ্লব চন্দ্র কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের বাদশা মিয়ার পুত্র জিতু মিয়া (৩৫) কে তার নিজ বসতবাড়ির গোয়াল ঘরের ভিতর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিতু মিয়া ২০১০ সালের বানিয়াচং থানার ডাকাতি মামলা জি.আর ১৮/১০ইং এর পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক মামলায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।
সে ৬ বৎসর যাবত ধরে বানিয়াচং থানার ডাকাতির মামলায় আত্মগোপন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার দুপুরে তাকে হবিগঞ্জ শ্রীঘরে ডাকাত জিতু মিয়াকে প্রেরণ করা হয়েছে।