হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে আয়েশা বেগম (৩৫) নামের এক মাদক সমাজ্ঞীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মাদক ব্যবসায়ী আক্কল আলীর স্ত্রী।
শনিবার সকাল ৭টায় ডিবির এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।