মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিভিন্ন গ্রামে আমন ধানের বাম্পার ফলন হলে কৃষকের মুখে হাসির বদলে মাথায় হাত । মাধবপুর উপজেলার ১০নং ইউনিয়নের শিমুলঘর গ্রামের আমনের মাঠে যাওয়ার পর কৃষকদের সাথে কথা বলে জানাযায় যে, দীর্ঘ ৭/৮ মাস রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এই আমন ধানের মুখদেখে । কৃষকরা এই ধান ঘরে তুলতে ধান কাটার জন্য যে লোকজন আনা হয় তাদেরকে দৈনিক দিতে হচ্ছে ৪০০/- টাকা , আর সব মিলিয়ে তাদের জন্য কৃষকের খরচ হচ্ছে ৬০০/- টাকা । আর এদিকে ধানের মূল্য বর্তমান বাজারে প্রতি মন ৪৫০ থেকে ৫০০ টাকা । সব মিলিয়ে কৃষকরা এখন নিজের পকেট থেকে টাকা গুনতে হচ্ছে । কৃষকরা বলেন যদি ধানের মূল্য বৃদ্ধি না হয় তাহলে তারা কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য হবে । আর এদিকে ধান ব্যবসায়ীদের সাথে কথা বললে, ব্যবসায়ীরা বলেন যে পরিমানের ধান বাজারে আসার কথা সেই পরিমানের ধান আসছেনা । আগের তুলনায় বাজারে আমদামী ও রপ্তানী হচ্ছেনা । কৃষিকরা ধানের দাম বৃদ্ধি না হওয়ার কারণে বাজারে ধান নিয়ে আসতে চাচ্ছেনা।