চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট সাহিত্য নিকেতন পাঠাগার ও সঙ্গীত বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চা ও পাঠাগার ছাত্র-ছাত্রীদের জন্য একান্ত প্রয়োজন। আমরা সাহিত্য চর্চায় পিছিয়ে থাকলে হবে না। স্কুল কলেজে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চার উপর এখনই মনোনিবেশ করা উচিত। পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বিশিষ্ট্য সাংবাদিক সালেহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মুলেন্দু চক্রবর্তী, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, চেয়ারম্যান সবুজ তরফদার, মোঃ রমিজ উদ্দিন, কাউছার উল গণি, ডাঃ নুরুল ইসলাম, ইউসুফ উদ্দিন, এডভোকেট আব্দুল হাই, আব্দুল আওয়াল মাস্টার, মোঃ নাছির উদ্দিন, বিদ্যুৎ পালসহ অনেকে।