নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রাজারবাজার এলাকা থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টায় ডিবির এসআই রাজিবুল ইসলাম ও এএসআই মো. অনিক হোসেন নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী কাইয়ুম পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ী কাইয়ুম ফেন্সিডিলের একটি চালান আটক করে। এ সময় তার কাছ থেকে ৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।