নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের এক মা তিন যমজ কন্যা সন্তান প্রসব করেছেন।
বৃহস্পতিবার সকালে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের কালিকাপুর ইউপি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই মা তাদের জম্ম দেন।
বর্তমানে মা ও মেয়েরা সুস্থ্য রয়েছে।
জানা যায়-বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আজমান মিয়ার স্ত্রী সানোয়ারা বেগমর প্রসব ব্যথা শুরু হলে পার্শ্ববর্তী ইউ/পি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের ডাঃ ইকবাল হোসেন ছুটে যান এবং সকাল ৭টার দিকে ভিজিটর কামরুন নাসরিনের মাধ্যমে ওই মা একে একে ৩টি কন্যা সন্তান জম্ম দেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিবউদ্দিন জানান বর্তমান মা ও মেয়েরা সুস্থ্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তারের পর্যবেক্ষনে রয়েছে।