বাহুবল প্রতিনিধি : বাহুবলের বালিচাপড়া সরঃ প্রাঃ বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর- এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শ্যামা প্রসাদ করের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুকসানা আক্তার, সহকারি শিক্ষক মাহমুদা ইসলাম, মিনারা বেগম, সহ-সভাপতি মোঃ চাও মিয়া, সদস্য মানিক মিয়া, তারফুল বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পাঠ করেন চন্দনিয়া জামেয়া আশরাফিয়া মাদ্রাসার মাওলানা আবু হানিফ।