ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবার আগুনে পুড়ে নিয়তী চক্রবর্তী (৬৫) এক নারী মারা গেছেন।
উপজেলা সদরের নাসিরপুরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় জেলা প্রশাসক ড. রেজওয়ানোর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে পুলিশের দাবি রান্না করতে গিয়েই ওই নারীর শরীরে আগুন লাগে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার গোপেশ মাঝির বাড়িতে একটি ঘরে নাতি নিয়ে নিয়তী চক্রবর্তী থাকতেন। রাতে ওই ঘরে হঠাৎই আগুন লাগে। ঘটনা আাঁচ করতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান। তবে ততক্ষণে ওই নারী মারা যান। ঘটনার সময় আর কেউ ঘরে ছিল না বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি রান্না করার সময় আগুন লেগে ওই নারী মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।