নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত।
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা আদর্শ জাতি গঠনে তাদের প্রয়োজন। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নতুন প্রজন্মরা যাতে আরও সামনের দিকে এগিয়ে যায় এবং তারা যাতে ভাল ফলাফল করতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি’র চলতি প্রাইমারী সমাপনী পরীক্ষা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক নাসরিন সুলতানার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী ও কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।
অনুষ্টানের পবিত্র কোরআন পাঠ করেন সমাপনী পরীক্ষার্থী জুবায়ের ইবনে পিয়ান। গীতা পাঠ করেন পরীক্ষার্থী অর্ঘ্য দ্বীপ কর। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঞ্চন বনিক। পরে অতিথিরা পরীক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও প্রবেশপত্র বিতরণ করেন।