চুনারুঘাট প্রতিনিধি : সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোঃ মোসলেম উদ্দিনকে নগদ অর্থ ও সনদ প্রদান করেছেন।
সিলেট বিভাগের ডিআইজি মিজানুর রহমান পিপিএম এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। গত সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক কনফারেন্স বিভিন্ন মাদক বিরোধী, ডাকাতি, সাজাপ্রাপ্তসহ আসামীদেরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের সহযোগিতা ও গ্রেফতার করায় উনার কাজের দক্ষতায় তিনি সিলেট বিভাগে শ্রেষ্ঠ গোয়েন্দা হিসাবে নগদ অর্থ ও সনদ পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিলেট পুলিশ সুপার, মৌলভী বাজার পুলিশ সুপার, সুনামগঞ্জ পুলিশ সুপার ও সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শ্রেষ্ঠ গোয়েন্দা হিসাবে সিলেট বিভাগে ৬ বারের মত নির্বাচিত হয়েছেন। বর্তমানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় কর্মরত।