জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হবিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।
রবিবার যাত্রা শুরু করল এ সংগঠনটি।
৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল মুহিত খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সানি সূত্রধর।
এর আগে হবিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নুরুল আফসার,আব্দুর রহিম কাউছার এবং মোঃ মোহন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শিউলি আক্তার,বাপ্পি আনসারি, শাম্মী আক্তার,মোঃ শিমুল,সিরাজুল ইসলাম সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুকিত মিয়া,আলমগীর হোসেন, সঞ্জয় দেবনাথ,সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হোসেন মামুন, আব্দুল আজিজ,আদিল আহমেদ প্রমুখ।
এছাড়া অর্থ সম্পাদক জসিম উদ্দিন,প্রচার সম্পাদক অহিদুল ইসলাম অনিক,দপ্তর সম্পাদক আতাউর রহমান,ছাত্রী বিষয়ক সম্পাদিকা ইমা আক্তার,ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।