চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ রাতুল মিয়া (২৮) কে ৭টি বন মামলা ও ১টি জি.আর মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের রাতুল মিয়ার নিজ বসতবাড়ির গোয়ালঘর থেকে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে সি.আর ২৭৬/০৭, ২৬০/০৯, ৭৯/১২, ১৮০/০৯, ১৭৫/০৯, ৩২/১১, ১৫৬/০৭ বন মামলা ও ১টি জি.আর ৩০৬/১২ মামলার গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
অন্যদিকে উপজেলার মিরাশী ইউনিয়নের ভূইয়াতলী গ্রামের সোনাই মিয়ার পুত্র রুবেল মিয়া (২২) কে বন মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, রুবেলের বিরুদ্ধে সি.আর ৩৮/১৫ বন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। তারা এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে সোমবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।