নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে প্রাণ কোম্পানীর বর্জ্য পোড়ানোর সময় আগুনে দগ্ধ স্কুলছাত্রী শারমিন (১০) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মারা যান তিনি।
নিহত শারমিন শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের শৈলজুড়া গ্রামের সুন্দর আলীর মেয়ে। সে মোজাহের উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে প্রাণ কোম্পানীর বর্জ্য পোড়ানোর আগুনে শারমিন, রিয়া, কলি ও জেসি আহত হয়। পরে প্রাণ কোম্পানির অর্থে তাদের চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত শারমিনকে রক্ষা করা যায়নি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।