সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শীতের আগমনীতে কাঁথা সেলাইয়ের ধুম পড়েছে।
গ্রামাঞ্চলে গৃহবধূ, তরুণীরা সংসারের নিত্যকাজের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন কাঁথা তৈরি নিয়ে। পুরনো কাপড় আর সুঁই-সুতায় এখন তাদের অবসর সময় কাটে। এভাবেই চলে আসছে কাঁথাশিল্পের পরম্পরা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ভোরের আলো জমিনে পড়ার আগেই নাওয়া-খাওয়া সেরে বয়স্ক, গৃহবধূ ও তরুণীরা পুরনো কাপড় আর সূঁই-সুতা নিয়ে বসে পড়েছেন বাড়ির উঠোন, ঘরের মাঝে ও খোলাস্থানে। তাদের তৈরি কাঁথায় রঙ-বেরঙের নকশীকরা কাঁথাগুলো দক্ষ ও নিপুণ হাতের ছোঁয়া যা দৃষ্টিনন্দন নজরকাড়ার মত।
কম্বলের আধিপত্যে এই কাঁথা শিল্পে কিছুটা ভাটা পড়লেও পরম্পরার ঐতিহ্যবাহী আজো ধরে রেখেছেন অনেকেই।