নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কের বৈদ্যারবাজারে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই সময় হবিগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
উল্লেখিতস্থানে পৌছলে বিপরীত দিক থেকে অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়।
গুরুতর আহত অবস্থায় রাসেল, রুবেল, ইসহাক, নুর উদ্দিন, এমদাদুল ও মাহমুদা খাতুনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।