নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর এলাকার পিরিজপুর গ্রামের লুৎফুর রহমান মাখনের ছেলে পাপ্পু মিয়া (২৫) রবিবার সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
তার গলার শব্দ পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কতর্ব্যরত চিকিৎসক তাকে ওয়াস করে বিষ মুক্ত করলেও তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে আশংখ্যাজনক অবস্থায় তাকে সিলেট নেয়া হয়েছে। তবে আত্মহত্যা চেষ্টার কোন কারন জানাযায়নি।