নিজন্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামী সালা উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কুতুব আলীর পুত্র।
রবিবার দুপুরে সদর থানার এসআই অরুপ রায় ও আব্দুল্লাহ আল জাহিদের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সালা উদ্দিন ওই গ্রামের মৃত আলাই মিয়ার স্ত্রী জয়ফুল বিবি (৫৫) কে ২০১৪ সালের ১৪ মার্চ হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার সে প্রধান আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল।