চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের গৃহবধু রেজিয়া খাতুনের জীবনের নিরাপত্তা চেয়ে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের প্রবাসী সৈয়দ সেলিম উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন বসতবাড়িতে ডাকাতির ঘটনায় রেজিয়া খাতুন বাদী হয়ে গত ২৪/০৯/২০১৬ ইং তারিখে ৪ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-২ এ একটি ডাকাতির মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঐ মামলার আসামীরা হলেন- বড়াব্দা একই গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ইদ্রিছ মিয়া, ইদ্রিছ মিয়ার ছেলে আফরাজ মিয়া, আরমান আহমেদ (২৫), আক্কাছ মিয়া, হুরপাড়া গ্রামের মৃত আতাব উল্লার ছেলে আনিছুর জামান (সুমন)।
মামলার বিবরণে জানা যায়, প্রবাসীর বাড়ি থেকে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। গত ৩ সেপ্টেম্বর বিকালে তার বাড়ি হতে রেজিয়ার পিত্রালয়ে যাওয়ার পথে বড়াব্দা একই গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ ইদ্রিছ মিয়া, ইদ্রিছ মিয়ার ছেলে আফরাজ মিয়া, আরমান আহমেদ (২৫), আক্কাছ মিয়া, হুরপাড়া গ্রামের মৃত আতাব উল্লার ছেলে আনিছুর জামান (সুমন) গংরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদীনিকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়।
এরপর থেকে ওই মহিলাকে প্রতিনিয়ত কারণে অকারণে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছে মামলার আসামীরা।
এ ব্যাপারে গত ৫ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ রেজিয়া খাতুন বাদী হয়ে ইদ্রিছ মিয়া ও আফরাজ মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে ফৌজধারী কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আরো বেপরোয়া হয়ে ওঠে ইদ্রিছ গংরা। ফলে নিরাপত্তাহীনতার ভুগছেন গৃহবধু রেজিয়া খাতুন।
উল্লেখ্য যে, উল্লেখিত ডাকাতির ঘটনায় গতকাল রবিবার দুপুরে বড়াব্দ গ্রামে রেজিয়া খাতুনের বসতবাড়িতে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।