নবীগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক দেশরতœ শেখ হাসিনা’র আস্থাভাজন সিলেটের কৃতি সন্তান এসএম জাকির হোসাইন এর ২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ জাকজমকপূর্ণভাবে উদযাপন করেছে।
শনিবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে জন্ম দিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল আলী সরদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন সরদার, মোস্তাক আহমদ শাওন, সোহান আহমদ মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খাঁন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মোহন, আল আমীন, প্রচার সম্পাদক তারেক খান, উপ প্রচার সম্পাদক উৎপল চক্রবর্ত্তী সানি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, ক্রিড়া সম্পাদক লুৎফুর রহমান, উপ তথ্য ও গবেষনা সম্পাদক সোহেল আহমদ, উপ আইন বিষয়ক সম্পাদক তৌহিদ আহমদ রিয়ন, সহ সম্পাদক দিন মোহাম্মদ ইমরান, ভিষন রায়, আজগর মিয়া, সদস্য মাহবুবুর রহমান রাজু ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন চৌধুরী, সাইদুর রহমান প্রমূখ।
নেতৃবৃন্দ ছাত্র নেতা এসএম জাকির হোসাইনের দীর্ঘায়ু কামনা এবং জন্ম দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।