চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের বারইউড়া গ্রামের সরকারি ভূমিতে কবরস্থানের উপর অবৈধভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করছে এক প্রভাবশালী মহল। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বারইউড়া গ্রামবাসীর পক্ষে আব্দুল জাহির বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ও কবরস্থান থেকে ঘরবাড়ি উচ্ছেদ করার জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। চুনারুঘাট থানার এসআই আতাউর রহমানসহ একদল পুলিশ উক্ত কবরস্থানে সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিন্তু প্রভাবশালী কবরস্থান দখলবাজরা কিছু নেতাদের দাপটে প্রভাব দেখিয়ে উক্ত কবরস্থানটি দখল করে টয়লেট, ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। এতে কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে জানান এলাকাবাসীরা। এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার ও রানীগাও ইউপি চেয়ারম্যার নূরুল মোনিম চৌধুরী এবং ওয়ার্ড মেম্বার ইয়াকুত তালুকদার প্রতিবাদ করলে প্রভাবশালী দখলবাজ আক্কাছ আলী গংরা তার দলবল নিয়ে এখন পর্যন্ত কবরস্থান থেকে ঘরবাড়ি ছেড়েনি।
উক্ত কবরস্থানের তফসিল মৌজা- রুদ্রপুর, জে.এল নং- ৫৭, দাগ নং- ৪৬৫, শ্রেণী কবরস্থান, পরিমাণ- ৭৪ শতক। লিখিত অভিযোগ বিবরণে জানা যায়, প্রভাবশালীরা তার দলবলকে নিয়ে এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকার প্রকাশ করে আসছে গ্রামবাসীরা কবরস্থানের বিষয়ে বাধা দিলে নিজের বাচ্চাকে মেরে ফেলে গ্রামবাসীদের উপর হত্যা মামলা ও নারী নির্যাতন মামলা দায়ের করে আসবে বলে হুমকি দিয়ে আসছে।
এ ব্যাপারে স্থানীয় বাড়ইউড়া গ্রামবাসীরা কবরস্থান থেকে দখলবাজদের উচ্ছেদ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। কবরস্থানের কমিটি ও গ্রামবাসীর মধ্যে বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসি।