নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলমপুরে বিষপানে মাসুদা আক্তার (২৪) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দরবেশ আলীর কন্যা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
নিহতের মা জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর সে তার রুমে শুতে যায়। কিছুক্ষণ পর সে আবার রান্না ঘরে এসে পানি পান করে বমি করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।