বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পনের কেজি গাঁজা ও বহনকৃত প্রাইভেট কার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামক স্থানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার নয়াহাটি গ্রামের আরুক মিয়ার ছেলে হারুন মিয়া (২০), মৌলভীবাজার জেলার সদর উপজেলার পূর্ব লামোয়া গ্রামের আকল মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৩)।
থানার এসআই কাজী জিয়াউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় বেরিকেড দিয়ে ১৫ কেজি গাঁজা ও তাদের বহনকৃত প্রাইভেটকার সহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বাহুবল থানার ওসি মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।